×
  • প্রকাশিত : ২০২০-১২-২২
  • ১০৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এবার চালকবিহনী হেলিকপ্টার বানালো তুরস্ক। যা সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। মনুষ্যবিহীন ড্রোন তৈরিতে ব্যাপক সাফল্যের পরই এমন হেলিকপ্তার বানালো আঙ্কারা।
তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাক ও আনাদলু এজেন্সি এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই হেলিকপ্টার বেশ সময় ধরে সময় উড়তে ও দূরত্বে যেতে সক্ষম। আর ১৬০ কেজি ওজনের জিনিস বহন করতে পারবে এটি।

টিটরা টেকনোলজির প্রধান নির্বাহী সেলমান ডোনমেজ আনাদলুকে জানিয়েছেন, এই প্রযুক্তির মূল উদ্দেশ্য মানব সর্ম্পৃক্ততা হ্রাস করা। বেলারুশের একটি প্রযুক্তি ফার্মের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। হেলিকপ্টারটি ৮৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে যেতে পারবে ১৬০ কেজি ওজনের জিনিস নিয়ে। আর এটি ৪ হাজার ৫৭২ মিটার উচ্চতায় উড়তে সক্ষম।

তিনি বলেন, সংস্থাটি পর্যায়ক্রমে স্থানীয় চাহিদার আলোকে এর উৎপাদনের হার বাড়িয়ে দেবে। তবে ‘আমরা ২০২১ সালের শেষ দিকে এর উৎপাদন ব্যাপক হারে শুরু করব’ তিনি জোর দিয়ে বলেন।
ডোনমেজ জানান, বিভিন্ন দুর্যোগের সময় জরুরি রসদ সরবরাহ ও যোগাযোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। সেইসঙ্গে সামরিক উদ্দেশ্যে যেমন- গোলাবারুদ সরবরাহ এবং সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রেও কাজে লাগবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat