×
  • প্রকাশিত : ২০২০-১২-৩১
  • ১০০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি ভালো না হলে এ ছুটি আরও বাড়ানো হবে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যখন আমরা সিদ্ধান্ত নিলাম স্কুল খোলার, তখন করনোর দ্বিতীয় ঢেউ এলো। ১৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি ভালো হলে এরপর স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। তবে এখনও পড়াশোনা চালিয়ে যেতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। তাই আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়েছি। ২০১০ সাল থেকে বিনামূল‌্যে বই বিতরণ করে আসছি আমরা।’ 

করোনার কারণে সবকিছু স্থবির জানিয়ে তিনি বলেন, ‘এর মধ‌্যে বই ছাপানো অনেক কঠিন কাজ ছিল। তবে এটা সম্ভব হয়েছে। তাই স্বাস্থ‌্যবিধি মেনে ভাগে ভাগে বইগুলো বিতরণ করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat