×
  • প্রকাশিত : ২০২১-০১-১০
  • ৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা গতকাল শনিবারের তুলনায় আজ রোববার বেড়েছে। বেড়েছে শনাক্তের হারও। দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল ২২ জনের মৃত্যু হয়। একই সময় নতুন করে আরও ১ হাজার ৭২ জন রোগী শনাক্ত হয়েছেন। দুই দিন পর শনাক্তের সংখ্যা হাজার ছাড়াল আজ।
এ নিয়ে দেশে করোনায় মৃত্যু হলো ৭ হাজার ৭৮১ জনের। শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২২ হাজার ৪৫৩।


আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গতকাল শনাক্তের সংখ্যা ছিল ৬৯২ ।
টানা ছয় দিন পর গত বৃহস্পতিবার নতুন রোগীর সংখ্যা হাজারের ওপরে ওঠে। অবশ্য গত শুক্র ও গতকাল শনিবার আবার তা হাজারের নিচে নেমে আসে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত বুধবার (৬ জানুয়ারি) ৯৭৮ জন, মঙ্গলবার ৯৯১, সোমবার ৯১০, রোববার ৮৩৫, শনিবার ৬৮৪ ও গত শুক্রবার ৯৯০ জন করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হন।


অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৯২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় যে ২২ জন মারা গেছেন, তাঁদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী ৮ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার।


শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপর চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল।
এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল।
একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat