×
  • প্রকাশিত : ২০২১-০১-১০
  • ৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিন্দা-অপমানে দমে যাওয়ার লোক নন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারসহ সব ধরনের সামাজিক মাধ্যম তাঁকে নিষিদ্ধ করেছে। নিজের ভুয়া বার্তা প্রচার করতে না পেরে তিনি এখন ছটফট করছেন। এ অবস্থায় ক্ষুব্ধ ট্রাম্প বলছেন, তিনি নিজেই এমন একটা প্ল্যাটফর্ম গড়ে তুলবেন। এ নিয়ে তিনি অন্যান্য সাইটের সঙ্গে আলাপ করছেন। তারপর নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে ঘোষণা দেবেন।

ট্রাম্পের এই ঘোষণাটি এসেছে রক্ষণশীলদের কাছে জনপ্রিয় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম পার্লার থেকে। পার্লার ইতিমধ্যে গুগল প্লে স্টোর থেকে নিষিদ্ধ হয়েছে। অ্যাপল স্টোর থেকে সম্ভাব্য অপসারণ সম্পর্কে পার্লারকে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল।

টুইটার ট্রাম্পকে নিষিদ্ধ করার পর গত শুক্রবার বিকেলে তিনি প্রথমে মার্কিন প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে কয়েক দফা বার্তা দেওয়ার চেষ্টা করেন। কয়েক মিনিটের মধ্যে সেগুলো সরিয়ে দেওয়া হয়।

টুইটারের নিষিদ্ধ করা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি, টুইটার মুক্ত-স্বাধীন মতপ্রকাশ নিষিদ্ধ করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়েছে।’

ট্রাম্প বলেন, টুইটারের কর্মীরা তাঁর মুখ বন্ধ রাখতে ডেমোক্র্যাট ও বামদের সঙ্গে নিয়ে তাঁদের প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। তাঁরা তাঁকে নীরব থাকতে বাধ্য করেছেন।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি ও আপনারা, যে সাড়ে সাত কোটি লোক আমাকে ভোট দিয়েছেন, আমাদের মুখ তাঁরা বন্ধ করতে চান।’

ট্রাম্প বলেন, টুইটার একটি বেসরকারি সংস্থা হতে পারে, তবে সরকারের সংশ্লিষ্ট আইনের ২৩০ অনুচ্ছেদের উপহার ছাড়া তারা এমন করতে পারত না।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন আইনের ২৩০ ধারায় প্রযুক্তি কোম্পানিগুলোকে ক্ষতিকর বক্তব্য প্রচার না করার স্বাধীনতা দেওয়া আছে। আইনের এই ধারাটি বাতিল করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করে আসছিলেন।

ট্রাম্প আরও বলেন, ‘আমি পূর্বাভাস দিয়েছিলাম যে এটি ঘটবে। আমরা অন্যান্য বিভিন্ন সাইটের সঙ্গে আলোচনা করছি।’

নিজস্ব প্ল্যাটফর্মের বিষয়ে শিগগিরই একটি বড় ধরনের ঘোষণা নিয়ে আসবেন বলে ট্রাম্প জানান।

ট্রাম্প বলেন, ‘আমরা অদূর ভবিষ্যতে আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির সম্ভাবনাগুলো খতিয়ে দেখছি। আমরা নীরব থাকব না।’

টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিন ধরে ট্রাম্পের করা টুইটগুলো তারা গভীরভাবে পর্যবেক্ষণ করেই প্রেসিডেন্টর অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ফেসবুক আগেই ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে।

ট্রাম্পের টুইট আরও সহিংসতাকে প্ররোচিত করতে পারে—এমন আশঙ্কার কারণে তাঁর অ্যাকাউন্টটিকে স্থায়ীভাবে স্থগিত করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat