×
  • প্রকাশিত : ২০২১-০১-১০
  • ৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ায় ক্ষেপেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। টুইটার কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের পরই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নতুন করে টুইটারের সিইওকে  ধুয়ে দিয়ে আলোচনায় এসেছেন কঙ্গনা। টুইটারের সিইও জ্যাক ডোরসিকে উদ্দেশ্য করে এই অভিনেত্রী বলেন, টুইটারের সিইও অসহিষ্ণু, ইসলামিস্ট নেশন ও চাইনিজ প্রোপাগান্ডা দ্বারা উদ্বুদ্ধ।

এ ছাড়া কঙ্গনা টুইটারের সিইওর করা একটি পুরনো টুইট শেয়ার করেন। টুইটে লেখা ছিলো,  'টুইটার বাক স্বাধীনতার পক্ষে কথা বলে। ক্ষমতার দিকে সত্যি কথা তুলে ধরার পক্ষে আমরা।'

এই টুইটটি কঙ্গনা শেয়ার করে লেখেন, 'একদমই নয়। ইসলামিস্ট দেশ এবং চীনের মতাদর্শ দ্বারা আপনারা উদ্বুদ্ধ। নিজেদের সুবিধা নিয়ে আপনারা শুধু কথা বলেন। অসহিষ্ণুতাই দেখাতে পারেন আপনারা। নিজের লোভের দাস ছাড়া আপনারা কিছু নন।' ট্রাম্পের টুইট আরও সহিংসতাকে প্ররোচিত করতে পারে এমন আশঙ্কার কারণে তার অ্যাকাউন্টটিকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat