×
  • প্রকাশিত : ২০২১-০১-২১
  • ১৬১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে ভারতের দেয়া উপহার ২০ লাখ ডোজ করোনার টিকা দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার বেলা ১১ টা বিশ মিনিটের দিকে বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। টিকাগুলো ইপিআই এর সংরক্ষণাগারে রাখা হবে। এর আগে সকালে ভারতের মুম্বাই থেকে ১৬৭ বাক্সে ২০ লাখ টিকা নিয়ে রওনা হয় ফ্লাইটটি। করোনা টিকা কর্মসূচি শুরু হতে পারে ২৬ বা ২৭ জানুয়ারি। প্রথম দিন রাষ্ট্রের সম্মানিত ২৫ জন ভ্যাকসিন পাবেন।
এরপর পরীক্ষামূলকভাবে ৪ থেকে ৫০০ জনকে টিকা দিয়ে ৭ দিন পর্যবেক্ষণে রাখা হবে ৭ দিন। প্রাথমিক পর্যায়ের ফল দেখে ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে শুরু হবে টিকা প্রয়োগ। এর আগে, বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল আবার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেওয়ার ব্যাপারে চিঠি দিয়েছে। তিনি বলেন, চিঠিতে অক্সফোর্ড–অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ টিকা দেবে ভারত। ভারত থেকে টিকা আনার জন্য বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ও সেরামের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। প্রথম ধাপে ৫০ লাখ, এর পর ৫ মাসে মোট ৩ কোটি টিকা আনার কথা। ঢাকার চারটি হাসপাতালে প্রথম দফায় করোনাভাইরাসের টিকা দেয়া হবে। আর এর কার্যক্রম শুরু হবে ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান। এরপরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কভিড-১৯ টিকা দেয়া হবে। এরপর একযোগে সারা দেশে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat