×
  • প্রকাশিত : ২০২১-০১-২৩
  • ৩৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত ১৬ই জানুয়ারি দুপুরে নিজ বাসায় মূল বৈদ্যুতিক লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাম হাত ও ডান পা দগ্ধ হয় মেধাবী শিক্ষার্থী নিশাত জাহান লিয়ার। এই ঘটনায় লিয়ার বাম হাত প্রায় অকেজো হয়ে গেছে এবং ডান পা ঝলসে গিয়েছে। তৎক্ষণাৎ তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এখন সে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছে। তার শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নত হলেও তার বাম হাতের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা জানতে পারেন ঢাকা-১৪ আসনের মাননীয় সাংসদ সদস্য জনাব মোঃ আসলামুল হক এমপি। সাথে সাথে তিনি লিয়ার পরিবারের সাথে যোগাযোগ করেন। সুচিকিৎসা ত্বরান্বিত করতে তার পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা পৌঁছে দেয়া হয় লিয়ার পরিবারের কাছে। পাশাপাশি লিয়ার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেয়ারও অঙ্গীকার করেন তিনি। সংসদ সদস্য আসলামুল হকের এই মহানুভবতার জন্য কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করেন লিয়ার পরিবার।

উল্লেখ্য, নিশাত জাহান লিয়া ঢাকা-১৫ আসনের বাসিন্দা ও ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat