×
  • প্রকাশিত : ২০২১-০১-৩১
  • ৯৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিশুদের জন্যও করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির কাজ শুরু হয়েছে। এ বছর অক্টোবরের মধ্যেই মিলবে এই প্রতিষেধক। সব কিছু ঠিক থাকলে অক্টোবরেই জন্মের পর প্রথম মাসেই শিশুদের ওপর এই প্রতিষেধকের প্রথম টিকা প্রয়োগ করা যাবে। এই তথ্য জানিয়েছে ভারতে কোভিশিল্ড প্রতিষেধক উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। ইনস্টিটিউটের ডিরেক্টর গ্রুপ এক্সিম পি সি নাম্বিয়ার আনন্দ বাজারকে জানান, পরবর্তীকালে ওই প্রতিষেধককে ওষুধ হিসেবে বাজারে আনার পরিকল্পনাও রয়েছে তাদের, যাতে কোভিড সংক্রমণ হলে শিশুদের তা খাওয়ানো যায়। সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, তারা আমেরিকান সংস্থা নোভাভ্যাক্সের তৈরি কোভাভ্যাক্স প্রতিষেধকটি ভারতে নিয়ে আসবেন। জুনের মধ্যেই ভারতের বাজারে সেটি পাওয়া যাবে। তবে সেরামের ডিরেক্টর পি সি জানিয়েছেন, মোট ৪টি করোনা প্রতিষেধক তৈরি করবে তাদের সংস্থা। বছরের শেষ দিকেই সেগুলি বাজারে চলে আসবে। তিনি বলেন, 'জুনের মধ্যে নোভাভ্যাক্সের প্রতিষেধক চলে আসবে। দ্রুত গতিতে পরীক্ষার পর শিশুদের জন্য প্রতিষেধক তৈরি হয়ে যাবে অক্টোবরে। কোডাজেনিক্সের সহযোগিতায় তৈরি কোভিভ্যাক্সের পরীক্ষা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে।’ তারা আরো জানান, মোট ৪টি করোনা প্রতিষেধক তৈরি করবে তাদের সংস্থা। বছরের শেষ দিকেই সেগুলো বাজারে চলে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat