×
  • প্রকাশিত : ২০২১-০৩-০৬
  • ৯২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফেনী শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ হয়েছেন। 

শহীদ শহিদুল্লা কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুলের পেছনে শফি ম্যানসন নামের ছয়তলা ভবনের পঞ্চম তলায় শুক্রবার রাতে এ বিস্ফোরণ ঘটে। দগ্ধরা হলেন- সৌদি প্রবাসী মাহবুবুল ইসলামের স্ত্রী মেহেরুন নেছা (৩৮) ও তার মেয়ে হাফসা ইসলাম (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার সময় শফি ম্যানশনের একটি বাসায় বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। এ সময় ঘরের মধ্যে আগুন জ্বলতে দেখেন তারা। বিস্ফোরণে মেহেরুন নেছা ও তার মেয়ে দগ্ধ হন। তাদের উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ড. ইকবাল হোসেন ভূঞা জানান, মা ও মেয়ের শরীরের ৪০-৫০ শতাংশ অংশ পুড়ে গেছে।

ফেনী সদর থানার ওসি তদন্ত ওমর হায়দার জানান, বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কি কারণে বিস্ফোরণ হয়েছে তা তদন্তের আগে বলা যাচ্ছে না। ঢাকাস্থ কাউন্টার টেরোরিজম টিমকে খবর দেওয়া হয়েছে। তারা তদন্ত করে এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat