×
  • প্রকাশিত : ২০২১-০৪-০৭
  • ১৬৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মোঃ আসলামুল হকের মৃত্যতে শোকাহত দেশের রাজনৈতিক অঙ্গন। শোকাহত ঢাকা-১৪ আসনের জনগন। সদ্যপ্রয়াত এই জননেতার অকাল মৃত্যুতে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে তার প্রতি শোক ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,
পাঠকের বোঝার স্বার্থে, পুরো পোস্টটি হুবুহু তুলে ধরা হলো, " হ্যালো ঐ নজমুল কি খবর টবর 
সোহাগ কই? ফোনে তো তোমগর পাইতেছিনা 
বুছছি ভিডা ভিড়ির মধ্যে আছো 
কি করা লাগবো কউ পয়সা পাঠামু 
কই পাঠামু ........... 

একটানা কথা বলতেন বড় কোন আন্দোলন আসলে 
 
উত্তরে বলতাম ঢেক ভইরা প্রতিদিন খালি খাওন 
আর পানি পাঠান টেকা লাগবোনা এহন 

শাহবাগে নিয়ম করে প্রতিদিন দুইবার 
শত শত ঢেক খাবার পাঠাতেন আসলাম ভাই 

টেকা পয়সা অনেকেই কামাইসে কিংবা কামাচ্ছে 
দলের প্রয়োজনে খরচ করার মানসিকতা কিংবা সৌভাগ্য 
সবার ভাগ্যে জুটেনা কিন্তু আসলাম ভাই ছিলো ব্যতিক্রম 

বিরোধী দলের সময় সাদা পান্জাবী সাদা লুঙ্গি 
পড়া আসলাম ভাই ছিলো সবসময় সম্মুখভাগে 

আজকে অনেকেই প্রাডো ল্যান্ড ক্রুসার হাকলেও 
বিরোধী দলে আসলাম ভাইয়ের ব্যবস্থা করা 
জিপ গাড়িতেই অনেক সিনিয়র নেতারা 
জেলায় জেলায় রাজনৈতিক ট্যুরে যেতেন 

ভূল ত্রুটি মিলিয়েই মানুষ 
জানিনা কোন ভূল ছিলো কি না 
তবে আমার দেখা তৃণমূলকে ভালোবাসা 
কর্মী বান্ধব অন্যরকম এক মানুষ ছিলেন তিনি 
আর দেশরত্ন শেখ হাসিনার পক্ষে ছিলেন আপোসহীন 

বিদায় আসলাম ভাই 
হয়তো আপনার পদবী টা পূরন হবে 
আসনটিও পূরন হবে 
কিন্তু কর্মী বান্ধব একজন আসলাম 
বর্তমান আরামপ্রদ রাজনৈতিক পরিবেশে
তৈরি হতে বড্ড সময় লাগবেহ্যালো ঐ নজমুল কি খবর টবর 
সোহাগ কই? ফোনে তো তোমগর পাইতেছিনা 
বুছছি ভিডা ভিড়ির মধ্যে আছো 
কি করা লাগবো কউ পয়সা পাঠামু 
কই পাঠামু ........... 

একটানা কথা বলতেন বড় কোন আন্দোলন আসলে 
 
উত্তরে বলতাম ঢেক ভইরা প্রতিদিন খালি খাওন 
আর পানি পাঠান টেকা লাগবোনা এহন 

শাহবাগে নিয়ম করে প্রতিদিন দুইবার 
শত শত ঢেক খাবার পাঠাতেন আসলাম ভাই 

টেকা পয়সা অনেকেই কামাইসে কিংবা কামাচ্ছে 
দলের প্রয়োজনে খরচ করার মানসিকতা কিংবা সৌভাগ্য 
সবার ভাগ্যে জুটেনা কিন্তু আসলাম ভাই ছিলো ব্যতিক্রম 

বিরোধী দলের সময় সাদা পান্জাবী সাদা লুঙ্গি 
পড়া আসলাম ভাই ছিলো সবসময় সম্মুখভাগে 

আজকে অনেকেই প্রাডো ল্যান্ড ক্রুসার হাকলেও 
বিরোধী দলে আসলাম ভাইয়ের ব্যবস্থা করা 
জিপ গাড়িতেই অনেক সিনিয়র নেতারা 
জেলায় জেলায় রাজনৈতিক ট্যুরে যেতেন 

ভূল ত্রুটি মিলিয়েই মানুষ 
জানিনা কোন ভূল ছিলো কি না 
তবে আমার দেখা তৃণমূলকে ভালোবাসা 
কর্মী বান্ধব অন্যরকম এক মানুষ ছিলেন তিনি 
আর দেশরত্ন শেখ হাসিনার পক্ষে ছিলেন আপোসহীন 

বিদায় আসলাম ভাই 
হয়তো আপনার পদবী টা পূরন হবে 
আসনটিও পূরন হবে 
কিন্তু কর্মী বান্ধব একজন আসলাম 
বর্তমান আরামপ্রদ রাজনৈতিক পরিবেশে
তৈরি হতে বড্ড সময় লাগবে।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat