×
  • প্রকাশিত : ২০২১-০৫-০২
  • ১২৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইতিহাস তৈরি করে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে কেরালায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সাড়ে বারোটার মধ্যেই প্রায় পরিষ্কার হয়ে গেছে দ্বিতীয় বারের জন্য ক্ষমতার মসনদে বসতে চলেছে বাম নেতৃত্বাধীলেফট ডেমোক্রিটিক ফ্রন্ট। ১৪০ আসনের কেরালা বিধানসভা এখনও পর্যন্ত ৮৯টি আসনে এগিয়ে রয়েছে বামেরা। অনেকটাই পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফ। এগিয়ে রয়েছে ৪৬টি আসনে। তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। এখনও পর্যন্ত  অবস্থা তাতে কেরালায় বিধানসভায় বিজেপির বিধায়ক সংস্থা ১ থেকে বেড ২ হতে পারে দলের এই সাফল্যে কেরালাবাসীকে অভিনন্দন জানিয়েছেন সিপিএম নেতা প্রকাশ কারাত। ।

একটা সময় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও কেরালা- এই তিনটি রাজ্যেই বামেদের একচ্ছত্র অধাপত্য দেখা যেত। কিন্তু ২০১১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বামেদের যে রক্তক্ষণর শুরু হয়েছে তা অব্যাহত রয়েছে২১- এর বিধানসভা নির্বাচনেও। অন্যদিকে শেষ বিধানসভা নির্বাচনে ত্রিপুরা হাতছাড়া হয়েছে বামেদের। এখন সেই রাজ্যে বিজেপির আধিপত্য। অন্যদিকে ভাগবানের দেশ হিসেবে পরিচিত কেরালাতেই একমাত্র আধিপত্য কায়েম করতে রাখতে পেরেছে বামেরা। এককথায় বামেদের শিবরাত্রিরের শলতে হয়ে জ্বলছেন ৭৫ বছরের পিনারাই বিজয়ন। 

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ধর্মাদাম বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন পিনারাই বিজয়ন। কেরালায় সিপিএম এককভাবে এখনও পর্যন্ত ৫৫টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে।  সিপিআই এগিয়ে রয়েছে ১৬টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ২৪টি কেন্দ্রে। বিজেপির ৩টি কেন্দ্রে এগিয়ে আছে। বিজেপির ৩টি কেন্দ্রে এগিয়ে আছে।  রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী,  মোদী থেকে অমিত শাহ ও জেপি নাড্ডাও একাধির জনসভা ও রোডশো করেছিলেন। কিন্তু সবকিছু পরাস্ত হয় ভোট যন্ত্রে...

নজিরবিহীনভাবে কেরালায়  দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে বামেরা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat