×
  • প্রকাশিত : ২০২০-১২-১৫
  • ১৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেরেবাংলা নগরের চিরচেনা বিশাল চত্বরে আর হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। আগামী বছরই সেটিকে সরিয়ে ২৫ কিলোমিটার দূরে পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজন করার পরিকল্পনা চূড়ান্ত করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। প্রধানমন্ত্রী কার্যালয়ের সবুজ সংকেত পেলেই ১৭ মার্চ শুরু হবে ডিআইটিএফ।
ঢাকার শেরেবাংলা নগরে প্রতিবছর ১ জানুয়ারি মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়।

তবে করোনাভাইরাসের কারণে আগামী বছর নিয়মটির ব্যত্যয় হচ্ছে। শেষ পর্যন্ত মেলা হবে কি না, সেটি নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে গত কয়েক মাস। অবশ্য গতকাল রোববার ইপিবির বোর্ড সভায় পূর্বাচলে ২৬তম ডিআইটিএফ করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ৩০ থেকে ৬০ দিন পর্যন্ত মেলা হতে পারে। অবশ্য পবিত্র রমজান মাসের কারণে মেলার সময়সীমা কমও হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে ইপিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পূর্বাচলে ১৭ মার্চ থেকে বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ওই দিন ডিআইটিএফের পাশাপাশি আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রটিরও উদ্বোধন হবে। তিনি আরও বলেন, মেলা আয়োজনের প্রস্তুত শুরু হয়ে গেছে। আগামী সপ্তাহে স্টিয়ারিং কমিটি ও বিভিন্ন সাবকমিটি গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat