×
  • প্রকাশিত : ২০২১-০৩-৩১
  • ১৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাত্র ছয় বছর বয়সী ব্রিজার তার চার বছরের বোনকে হিংস্র কুকুরের হাত থেকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছিল। বোনকে বাঁচাতে গিয়ে ব্রিজারের মুখে ৯০টি সেলাই লেগেছিল। এই দুঃসাহসিক ঘটনাটি যুক্তরাষ্ট্রের উয়োমিং রাজ্যের

যখন এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়,পুরো বিশ্বের মানুষ ব্রিজারকে প্রশংসায় ভাসিয়ে দেয়। এমনকি হলিউডের নামিদামি সুপার হিরোরাও ব্রিজারের প্রশংসা করে সামাজিক মাধ্যমে তাকে ‘রিয়েল হিরো’ উল্লেখ করে পোস্ট দেন।

এবার ব্রিজারের কৃতিত্বের সম্মাননা দিয়েছে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল (ডাব্লিউবিসি)। তাকে আজীবন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দিয়েছে সংস্থাটি। সেদিনের সাহসিকতার জন্য বিশ্বের সেরা যোদ্ধার অফিশিয়াল ডাব্লিউবিসি ঐতিহাসিক রেকর্ডেও নাম অন্তর্ভুক্ত হয়েছে তার। এমনকি ইতিহাসের সর্বাধিক প্রাপ্য বেল্টটি ব্রিজার ওয়াকারকে দেওয়া হয়েছে।
এক বছর আগে একটি জার্মান শেফার্ড কুকুর ব্রিজারের বোনকে আক্রমণ করলে ব্রিজার কোনো আগ-পর না ভেবে বোনকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ে। বোনকে বাঁচাতে সে নিজেকে এগিয়ে দেয়। কুকুরটি তার গালে থাবা বসায়। এতে ভয়ানক জখম হয় ব্রিজারের মুখে। কিন্তু সে পিছিয়ে আসেনি। বোনকে বাঁচিয়েছে। না হলে আরো বড় বিপদ হতে পারত। কিন্তু এক মিনিটের জন্যও সে ভয় পায়নি।
দুই ঘণ্টার সার্জারি হয় তার। কিন্তু তাতে তার বিন্দুমাত্র পরোয়া নেই। উল্টো সে নিজের বাবাকে বলেছে, 'এই কুকুরের হামলায় যদি কারো মৃত্যু হতো তাহলে সেটা আমি হতাম। বোন নয়।' এমন কথা শোনার পর ব্রিজারের বাবা আর একটি কথাও বাড়াননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat