- প্রকাশিত : ২০২৩-০২-২৮
- ৯৫ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
প্রায় দুই যুগ পর কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইনে গেলেন প্রধানমন্ত্রী। এখানে রাষ্ট্রপতির বাড়িতে অতিথি হবেন তিনি। তার এ সফরকে কেন্দ্র করে হাওড়াঞ্চলে উৎসমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন। পরে সেখানে পতাকা উত্তোলন করবেন। এরপর অংশ নেবেন স্থানীয় আওয়ামী লীগের জনসভায়।
তিনি উপজেলা সদরের কামালপুর গ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে দুপুরের খাবার খাবেন। প্রধানমন্ত্রীকে বরণ করতে সেখানে অপেক্ষায় থাকবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইনে এসেছেন। ১৯৯৮ সালে যখন এসেছিলেন, তখনকার হাওড় আর বর্তমান সরকারের উন্নয়নের পর এখনকার হাওড়ের পার্থক্য সচক্ষে দেখার জন্য আওয়ামী লীগ সভানেত্রীর এ সফর।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..