×
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৬
  • ২৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী আইনজীবী নিহত হয়েছেন। এ ছাড়া মোটরসাইকেলচালক আহত হয়েছেন। 

জানা গেছে, আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আইনজীবীর নাম পারভীন সুলতানা (৫৫)। আর মোটরসাইকেলচালকের নাম শাখাওয়াত হোসেন। তারা সম্পর্কে আত্মীয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, এই ঘটনায় লাভলী পরিবহন নামের বাসের চালককে আটক করা হয়েছে। বাসটি জব্দ করেছে পুলিশ। নিহত আইনজীবীর লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পারভীন সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তবে তিনি ঢাকার বিচারিক আদালতেও আইন পেশার চর্চা করতেন। সেখানে তার চেম্বারও রয়েছে।

পারভীন রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার এলাকার মোহন দাস লেনের কাগজিটোলা এলাকায় থাকতেন। তার বাবার নাম আবুল হোসেন। 

পারভীনের বড় ভাই ফরিদ উদ্দিন বলেন, তার বোন ভাতিজা শাখাওয়াতকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের আদালতে গিয়েছিলেন। সেখানে পারিবারিক জমিসংক্রান্ত মামলা রয়েছে। তিনি এই মামলার বাদী ছিলেন। কাজ শেষে ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন।

আহত শাখাওয়াত বলেন, যাত্রাবাড়ী এলাকায় ফ্লাইওভারে একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজন পড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পারভীনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat