×
  • প্রকাশিত : ২০২৩-০৭-২০
  • ২১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকার পদত্যাগের এক দফা দাবি আদায়ের পদযাত্রা কর্মসূচিতে হামলায় দলীয় এক কর্মী নিহতের ঘটনায় ঢাকায় শোক র‌্যালি করার ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২০ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হবে।

বুধবার (১৯ জুলাই) বিকেলে যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়ে পদযাত্রা কর্মসূচির সমাপনী বক্তব্যে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার সকাল ১১টার পর আব্দুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।

মির্জা আব্বাস বলেন, ‘মঙ্গলবার দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় যে কর্মী নিহত হয়েছেন, এর হিসাব দিতে হবে। গত ১৫ বছরে যেসব হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হবে।’

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। ‘যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে তারা সরকারের দালাল হিসেবে চিহ্নিত হবে।

তাদের বিচার হবে এই দেশের মাটিতে।’

সমাপ্তি সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এ সময় আরো ছিলেন– বিএনপির ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকউল ইসলাম শ্রাবণ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, মহিলাদলের সভানেত্রী আফরোজা আব্বাস প্রমুখ।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat