×
  • প্রকাশিত : ২০২০-১২-০৭
  • ৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রামণের ঝুঁকি এড়াতে সুচিন্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন চলছে। এর অংশ হিসেবে সোমবার (৭ নভেম্বর) করোনা প্রতিরোধে সম্মুখযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের জন্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করে সুচিন্তা ফাউন্ডেশন।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে শহীদ ডা. মিলন হলে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত ১ হাজার কেএন৯৫ মাস্ক, ১৫’শ গ্লাভস, ১ হাজার পিস পিপিই গাউন ও ৫’শ আই প্রটেক্টিভ গ্লাস শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে হস্তান্তর করেন।
উক্ত অনুষ্ঠানে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত বলেন , করোনা মোকাবিলায় সবচেয়ে বেশী অবদান রাখছে ডাক্তার, নার্স ও চিকিৎসা কর্মীরা । তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। উনারা সুস্থ থাকলে মানুষ সেবা পাবে। পাশাপারি তিনি সবাইকে মাস্ক ব্যাবহারে যত্নবান হওয়ার কথা বলেন।
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। এই ভাইরাস মোকাবিলায় একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নিলের সঞ্চালয়না অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম মানিক। তাছাড়া উক্ত অনুষ্ঠানে সুচিন্তা স্টুডেন্স উইংসের প্রতিনিধিরা উপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat