×
  • প্রকাশিত : ২০২১-০১-১১
  • ৮৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার তার বড় ভাই ক্রুনাল পাণ্ডিয়া বড় বিতর্কে জড়িয়ে পড়েছেন! সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে নামার আগে তার বিপক্ষে বৈষম্যের অভিযোগ তুলেছেন সতীর্থ দীপক হুদা। ক্রুনালের হুমকি-ধামকিতে তিনি বরোদা দল ছেড়ে চলে গেছেন! যিনি এর আগে দলটির অধিনায়ক ছিলেন। তবে মিডিয়ার কাছে প্রকাশ্যে এসব অভিযোগ করায় দীপক হুদার বিপক্ষে অবস্থান নিয়েছে বরোদা ক্রিকেট সংস্থা! বেচারা পড়েছেন উল্টো বিপদে।

দীপক মিডিয়ার কাছে সব ফাঁস করার পাশাপাশি রাজ্য ক্রিকেট সংস্থার কাছে অভিযোগ জানিয়েছিলেন যে, সতীর্থদের সামনে তাকে গালিগালাজ করেন ক্রুনাল। কিন্তু এতে ফল হয়েছে উল্টো। এক ইমেইল বার্তায় বরোদা ক্রিকেট সংস্থার সিইও শিশির হাট্টানগরি দীপক হুদার উদ্দেশ্যে বলেছেন, দলের ভাইস ক্যাপ্টেন হয়েও দল ছেড়ে দায়িত্বজ্ঞানহীন আচরণ করা, মিডিয়ায় কাছে এই বিষয়ে মুখ খোলা- পুরো ঘটনা বোর্ড এবং আইপিএল গভর্নিং কাউন্সিলকে জানানো হবে।

হাট্টানগরি লিখেছেন, 'এমন কোনো দল নেই, যেখানে সমস্যা নেই। তবে দল ছেড়ে বেরিয়ে গিয়ে মিডিয়ার কাছে মুখ খুলে নিজের পাবলিসিটি অর্জন করা এবং দলের আগে নিজেকে তুলে ধরা উচিত হয়নি। তোমার আইপিএলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও আমাদের এক দফা কথা হয়েছে। তোমার অভব্যতা যাতে বোর্ড জানতে পারে, সেজন্য আমরা এবার চিঠি লিখব। নিজেদের সংস্থার মধ্যেই শুধু নয়, বোর্ড এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোতেও এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।'

সেই চিঠিতে হাট্টানগরি আরো লিখেন, 'সহ অধিনায়ক হওয়া সত্ত্বেও মতপার্থক্যের কারণে দল ছেড়ে বেরিয়ে গিয়ে তুমি বার্তা দিয়েছ যে, তুমি দলেরও ঊর্ধ্বে। এতেই তোমার আচরণ এবং দলের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। একটি ক্রিকেট সংস্থা হিসাবে আমরা এই ইস্যুতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব।'

উল্লেখ্য, দীপক হুদা তার অভিযোগে বলেছিলেন, 'বরোদার হয়ে গত ১১ বছর ধরে ক্রিকেট খেলছি। বর্তমানে আমাকে সৈয়দ মুস্তাক আলি ট্রফির স্কোয়াডে রাখা হয়েছে। প্রবল চাপে আমি মানসিক অবসাদে ভুগছি। গত কয়েকদিন ধরেই দলের ক্যাপ্টেন মিস্টার ক্রুনাল পাণ্ডিয়া সকলের সামনেই আমাকে গালিগালাজ করছেন। শুধু আমি নয় রিলায়েন্স বরোদা স্টেডিয়ামে যারা আছি তাদের অনেকের উদ্দেশ্যেই তিনি অপমানজনক মন্তব্য করছেন।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat